Puja Invitation
শোন শোন বন্ধুগন, শোন দিয়া মন,
TSDP-র শারদ বার্তা করিব বর্ণন ।
Calendar-এ লাল কালিতে লিখিবে নিশ্চয়,
১৩-১৪ই October পুজোর সময়।
পুজোর স্থান ? সে decision-ও মোদের অনুকূলে,
এবার পুজো Cincinnati-র Princeton ইস্কুলে।
চর্ব্য চোষ্য লেহ্য পেয় থাকিবে ভুরি ভুরি,
মনমাতানো অনুষ্ঠানে হৃদয় যাইবে চুরি।
ঢাকের বাদ্যি, পুজোর আড্ডায় ভরিয়া উঠুক মন,
Cincinnati-র পুজোয় সবার রইল নিমন্ত্রণ।