February Newsletter –  কাশের কলম

Cincinnati Sharod Utsav (CSU) announces 34th Tri-State Durga Puja on Oct 13th-14th 2018

পুজো মানেই ... হাওয়া-এ একটা পুজো-পুজো গন্ধ

The chance to host Durga Puja in Cincinnati comes our way once in every four years, so you can imagine our frenzy leading up to it.

The Cultural Committee is busy finalizing our potential guest artists.

Please take a look here.

The Food Committee has already come up with alist of delectable choices.

Take a glimpse at our venue.

There might still be 200 odd days left for Durga Puja but our preparations are in full swing to ensure that you and your family enjoy it as much as we do.

On that note, it is never too early to send in your
works of art - articles/poems/paintings/anything that showcase your creativity in our brochure. You can submit them 
here.

Puja Invitation

 

শোন শোন বন্ধুগন, শোন দিয়া মন,

TSDP-র শারদ বার্তা করিব বর্ণন ।

Calendar-এ লাল কালিতে লিখিবে নিশ্চয়,

১৩-১৪ই October পুজোর সময়।

পুজোর স্থান ? সে decision-ও মোদের অনুকূলে,

এবার পুজো Cincinnati-র Princeton ইস্কুলে।

চর্ব্য চোষ্য লেহ্য পেয় থাকিবে ভুরি ভুরি,

মনমাতানো অনুষ্ঠানে হৃদয় যাইবে চুরি।

ঢাকের বাদ্যি, পুজোর আড্ডায় ভরিয়া উঠুক মন,

Cincinnati-র পুজোয় সবার রইল নিমন্ত্রণ।

 

Our state of the art Auditorium

 

কাশের মাথায় হওয়ার খেলা,

শরৎ নীলে মেঘের ভেলা

রোদের আদর-শিউলি আতর,

শিশির ভেজা ভোরের বেলা।

 

শব্দ-জব্দ ,  চিনে নিন  গায়ক-গায়িকা

**( মনে রাখবেন নাম গুলো লেখা হবে ইংলিশ হরফে   as Kishore)**​​​​​​​

সূত্র :

পাশাপাশি

১. সুরেলা কণ্ঠ আমার দত্ত-গুপ্ত বাড়ির মেয়ে - দেশ জুড়ে নাম করেছি  মিষ্টি গেয়ে।

৫. “এক লাড়কি কো “- যখন সে গায় - কলকাতার ছেলে তখন বলিউড কাঁপায়।

৬. গেরুয়া বা রাবতা - what ever you sing!! বাদশা তো “তুম হি  হো” Mr ------ Sing.

 

উপরনিচে

২. নীলাঞ্জনা কে বুকে নিয়ে জীবনের গান গায়, না না অমৃত নয় শুধু বিষ, শুধু বিষ চাই।

৩. প্রবাসী বাঙালি ছেলে দারুন গান গায় - শান্তনু নাম ছেঁটে ডাক নাম পায়।

৪. সুর কে আমি জয় করেছি লালা পাহাড়ির দেশে, তবু তার দেখা নেই- আমার ফক্কা পকেট শেষে।

 

Cincinnati Durga Puja - Tristate Durga Puja 2018

Cincinnati Durga Puja - Tristate Durga Puja 2018. 1.5K likes. TriState Durga Puja 2018 - Cincinnati, Ohio Oct 13-14, 2018

Share on social

Share on FacebookShare on X (Twitter)Share on Pinterest

Check out our TSDP website